চলতি শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে তলিয়ে যেতে পারে ব্যাংকক। পরিস্থিতি সেরকম হলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার কথাও চিন্তাভাবনা করা হচ্ছে।
সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, দেশটির জলবায়ু পরিবর্তন অফিসের একজন সিনিয়র কর্মকর্তা এই শঙ্কার কথা জানিয়ে বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে থাইল্যান্ডকে রাজধানী ব্যাংকক স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করতে হতে পারে।
থাইল্যান্ডের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল পাভিচ কেসাভাওং বলেছেন, বর্তমান উষ্ণায়নের পরিস্থিতিতে বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না ব্যাংকক। ইতিমধ্যেই আমরা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছি। এই পরিস্থিতিতে আমাদের অভিযোজনের বিষয়ে ভাবতে হবে। যদি আমরা এই পরিস্থিতিতেই থাকি, তাহলে আমার মতে ব্যাংকক পানির নিচে চলে যাবে।
এমন অবস্থায় তাই নেদারল্যান্ডসের মতো ব্যাংকক শহরেও ডাইক নির্মাণের চিন্তাভাবনা করছে স্থানীয় প্রশাসন। কিন্তু এক্ষেত্রে চিন্তাভাবনা করে সামনে যাওয়া উচিত বলেই মনে করছেন পাভিচ। তিনি বলেন, গোটা বিষয়টিই অনুমানভিত্তিক। তবে এটি একটি ভাল অপশন হতে পারে।









