বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ হাজার দোকান পুড়ে সম্পূর্ণ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এতে মানবিক কারণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দেয়ার লক্ষ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আজ ৬ এপ্রিল বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ সহায়তার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য নিম্নোক্ত ঠিকানায় সাহায্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে:
সঞ্চয়ী হিসাব নং: ০২০০০৯৪০৬৬০৩১৯ (আইএফআইসি ব্যাংক)
উল্লেখ্য, ৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করে। এছাড়াও কাজ করে সেনাবাহিনীর দুই শতাধিক কর্মী।
এই অগ্নিকাণ্ডে ১ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে রাজধানীর অন্যতম জনপ্রিয় পোশাকের এই বাজারে পাঁচ হাজারের দোকান ছিল। আসন্ন ঈদকে সামনে রেখে দোকানদাররা অনেক টাকার মালামাল তুলেছিল যার সব আগুনে পুড়ে গেছে।







