বান্দরবানের রুমায় কেএনএফের সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম।
কখন এবং কিভাবে যোগাযোগ হয়েছে তা না বললেও আফজাল করিম জানান, অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিন ভালো আছেন। তার সাথে কথা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম যাচ্ছেন। তাছাড়া ঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, মঙ্গলবার ২ এপ্রিল রাত রাত নয়টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রের মুখে সোনালী ব্যাংক ডাকাতি করে নগদ দু’কোটি টাকা ও নিরাপত্তারক্ষী পুলিশ ও আনসার সদস্যের ১০ টি অস্ত্র লুট করে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যরা।
এসময় তারা নামাজ চলাকালীন মসজিদের ভিতর থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকেও অপহরণ করে। এরপর বুধবার দুপুরে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখায় হামলা চালিয়ে ডাকাতি করে সন্ত্রাসীরা।







