প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’। ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিবেদিত প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২ তম এই ব্যান্ড ফেস্ট মাতাচ্ছে ১২ টি দল।
১ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিট থেকে দিনব্যাপী চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে ব্যান্ড ফেস্ট।
এবারের আয়োজনে পারফর্ম করছে ১২টি গানের দল। ব্যান্ডদলগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং এবং তরুণ।
শুরুতে উচ্চারণ ব্যান্ডদল দুটি গান পরিবেশন করে। এর পর গাইছে পার্থিব। দর্শকসারিতে উপস্থিত আছেন দেশের নামকরা ব্যান্ড সংগীতশিল্পীরা।
শুরুতে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, সংগীতে ব্যান্ড একটি ভালো স্থান করে নিয়েছে। শুরুর দিকে ব্যান্ডকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হলেও এর বিকশিত ভাবনা বর্তমানে ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ব্যান্ড সংগীত চর্চার পরিবেশ তৈরি হচ্ছে, চ্যানেল আই ব্যান্ড ফেস্ট এতে বেশ ভূমিকা রাখছে বলে মনে করি।
ব্যান্ড তারকা মানাম আহমেদ বলেন, সংগীত ও খেলাধুলা তরুণ প্রজন্মকে আলোর পথে দিশা দেয়। চ্যানেল আইয়ের আয়োজনে এই ব্যান্ড ফেস্ট আমাদের ব্যান্ড সংগীতকে অনেক পর্যাদা দিয়েছে। আমার চাওয়া থাকবে এই আয়োজন আরও বড় এবং রঙিন হোক।
ইনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি আশীষ কুমার চক্রবর্তী বলেন, আমাদের হাসপাতাল সংস্কৃতি ও শিল্প বান্ধব প্রতিষ্ঠান। তাই সংস্কৃতিবান্ধব যেকোনো ভালো উদ্যোগের সাথে আমরা যুক্ত থাকার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি আগামী বছর আরো বড় পরিসরে ব্যাংক শ্রেষ্ঠ উদযাপন করবে চ্যানেল আই এবং আমরাও সাথে থাকবো।
১২তম ব্যান্ড ফেস্টের প্রকল্প পরিচালা রাজু আলীম, অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অনন্যা রুমা।









