প্রায় ৯ বছর আগে কিংবদন্তী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই উৎসব। চলতি বছর থেকে আরও বৃহৎ পরিসরে আসছে এই ব্যান্ড ফেস্ট।
কারণ চ্যানেল আইয়ের এই উদ্যোগের সাথে এবার যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক এসোসিয়েশন (বামবা)।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে সম্পন্ন হলো বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২ এর সমঝোতা স্বাক্ষর। যেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। দেশ সেরা ব্যান্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সবার উপস্থিতিতে স্বাক্ষর প্রদান করেন চ্যানেল আইয়ের পক্ষে এই আয়োজনের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন এবং বামবার পক্ষে সভাপতি হামিন আহমেদ।
এ বিষয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “উল্লাসে, উচ্ছ্বাসে, তারুণ্যে”-এই স্লোগানকে সামনে রেখে এখন থেকে ‘বামবা চ্যানেল আই মিউজিক ফেস্ট’ বৃহৎ আকার ধারণ করলো। আমি খুবই আনন্দিত এবং অভিভূত এজন্য যে, শিল্পীদের কোনো মৃত্যু নেই। গানের মাধ্যমেই তারা বেঁচে থাকেন আজীবন। বামবার এই উদারতা আমাকে অভিভূত করেছে।
বামবার সভাপতি জানান, চ্যানেল আই দীর্ঘদিন ধরে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক ডে হিসেবে পালন করে আসছে। এই আয়োজনকে বড় পরিসরে উদযাপন করার জন্য চ্যানেল আইয়ের সাথে যুক্ত হয়েছে বামবা।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রতি বছর ডিসেম্বরের ১ তারিখে দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট’। এবছর ঢাকায় কনসার্ট অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। কমপক্ষে ১৫ হাজার দর্শক ধারণ করার মতো ভেন্যেুতে।
ইজাজ খান স্বপন জানান, চ্যানেল আইয়ের সাথে যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করবে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন।







