সৌদি আরবে গিয়ে বিপুল পরিমাণ হীরার গয়না এবং দামি উপহার পেয়েছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইইয়ার বলসোনারো এবং তার স্ত্রী। কিন্তু সেই উপহার ব্রাজিলে এসে নথিভুক্ত করেননি তারা। প্রায় ৩২ লাখ ডলারের সেই উপহার নিয়ে এবার প্রশ্নের মুখে পড়লেন বলসোনারো। তাকে শাস্তিও পেতে হতে পারে এজন্য।
ডয়েচ ভেলে জানিয়েছে, ক্ষমতায় থাকাকালীন ২০২১ সালে সৌদি আরব থেকে ফেরার সময় কাস্টমস বা শুল্ক বিভাগের কাছে গয়নার বিষয়ে কোন তথ্য দেননি সাবেক ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। ব্রাজিলের সাও পাওলো বিমানবন্দরে বলসোনারোর একজন ঘনিষ্ঠ ব্য়ক্তিকে আটক করে শুল্ক বিভাগ। তার ব্য়াগে ওই গয়নার বেশ কিছু অংশ পাওয়া যায়। ক্ষমতা হারানোর পর সেই উপহার নিয়েই এবার প্রশ্নের মুখে পড়লেন বলসোনারো।
ব্রাজিলের বর্তমান আইনমন্ত্রী আলেকজান্ডার ডে মোরায়েস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ, ওই উপহার বিক্রি করে বিপুল অর্থ রোজগার করেছেন তিনি। কিন্তু গয়নার বিষয়ে দেশের শুল্ক বিভাগকে তিনি কোন তথ্য দেননি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করতে শুরু করেছে। তবে দেশটির সুপ্রিম কোর্টের পুলিশ এখন পর্যন্ত কোন রিপোর্ট দেয়নি।
পুলিশ জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ছাড়া আরও ১০ জনের বিরুদ্ধে ওই মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। এর মধ্যে বলসোনারোর আইনজীবীও আছেন। এর আগে আরও একবার বলসোনারোর বিরুদ্ধে তদন্ত হয়েছিল এবং তিনি দোষী প্রমাণিত হয়েছিলেন। অভিযোগ ছিল, কোভিড ভ্য়াকসিনের রেকর্ডে কারচুপি করেছিলেন তিনি। এবার হীরের গয়না-কাণ্ডে আবারও তদন্তের মুখে সাবেক প্রেসিডেন্ট।
বলসোনারোর ছেলে ফ্ল্যাবিয়ো ব্রাজিলের পার্লামেন্টের একজন সেনেটর। তিনি জানিয়েছেন, এই ঘটনাকে বিভিন্নভাবে প্রমাণ করে বর্তমান সরকার তার বাবাকে অপদস্ত করার চেষ্টা চালাচ্ছে।









