কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে অনন্য অবদান রাখা এমিলিয়ানো মার্টিনেজ জিতেছিলেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াসিন ট্রফি। ২০২৩-২৪ মৌসুমেও আর্জেন্টাইন তারকার হাতে উঠেছে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।
সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৪ অনুষ্ঠানে লামিনের হাতে ট্রফি তুলে দেন তার জাতীয় দল সতীর্থ লৌতারো মার্টিনেজ। টানা দ্বিতীয়বার পুরস্কারটি জিতেছেন বিশ্বজয়ী তারকা।
গত মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে দারুণ করেছেন। ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগে উত্তীর্ণ করাতেও ভূমিকা রেখেছেন অনন্য। সেইসঙ্গে কোপা আমেরিকা দারুণ করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন।
সেরার দৌড়ে পেছনে ফেলেছেন জিয়ানলুইজি দোনারুম্মা, মাইক ম্যাগনান, আন্দ্রে লুনিন ও উনাই সিমনকে।









