ফুটবলে ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরস্কার, ফ্রান্স ফুটবলের সম্মাননা ২০২৫ ব্যালন ডি’অর অনুষ্ঠানের যজ্ঞ বসবে রাতে। পুরস্কারের দৌড়ে যে নামগুলো ঘুরছে, ফ্রেঞ্চ তারকা ওসমানে ডেম্বেলে, স্পেনিয়ার্ড লামিন ইয়ামাল, মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ ও আরেক ফ্রেঞ্চম্যান কাইলিয়ান এমবাপের নাম।
ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা ছেলেদের মধ্যে ওসমানে ডেম্বলে গত মৌসুমে পিএসজির হয়ে জিতেছেন ইউরোপিয়ান ট্রেবল। সঙ্গে আছে ৩৭ গোল ও ১৬ অ্যাসিস্ট।
লামিন ইয়ামাল বার্সার হয়ে গত মৌসুমে ২১ গোল ও ২৬ অ্যাসিস্ট নিয়ে জিতেছেন ঘরোয়া ডাবল। ২১ বছর পূর্ণ হওয়ার আগে এখনও কেউ জেতেনি ট্রফিটি। ইয়ামাল পেলে হবেন প্রথম।
পিএসজি মিডফিল্ডার ভিতিনহা ৮টি করে গোল-অ্যাসিস্ট নিয়ে আছেন পুরস্কারের দৌড়ে। বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা গত মৌসুমে করেছেন ৩৯ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন, লিভারপুল তারকা সালাহ গত মৌসুমে করেছেন ৩৬ গোল ও ২৪ অ্যাসিস্ট। তাদের নাম জোরেশোরেই উচ্চারিত হচ্ছে ব্যালন ডি’অর মিশনে।
দৌড়ে আছেন বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেন, চেলসির কোল পালমার। বার্সার রবার্ট লেভান্ডোভস্কি, আর্সেনালের ভিক্টর গায়কোরেসের নামও আছে।
মেয়েদের মধ্যে ব্যালন ডি’অরের দৌড়ে আছেন গত মৌসুমে আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী মারিয়ানো কালদেন্তে। ২৩ গোল করেছেন, করিয়েছেন ১৮ গোল। ২৭ গোল ও ২১ অ্যাসিস্টে বার্সেলোনার হয়ে ঘরোয়া ডাবল জেতা অ্যালেক্সিয়া পৌত্তেলাস আছেন সম্মুখেই। আর্সেনালের আরেক তারকা অ্যালেক্সিয়া রুসোও আছেন দৌড়ে।
বাংলাদেশ সময় সোমবার রাত ১২টায় ফ্রান্সের প্যারিস থিয়েটার ডু সারলেটে বসবে অনুষ্ঠান। সরাসরি দর্শকরা দেখতে পাবেন সনি স্পোর্টস টেন ১এ।
ব্যালন ডি’অর গত মৌসুমের সেরা ছেলে ও মেয়ে ফুটবলাররা পাবেন। পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা উদীয়মান, সর্বোচ্চ গোলস্কোরারে পুরস্কার থাকবে। একটি ক্লাব পাবে বছর সেরার পুরস্কার।









