বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন চলছে। এবার সভাপতি পদে লড়ছেন না টানা চার মেয়াদে ১৬ বছর বাফুফে প্রধানের পদে থাকা কাজী সালাউদ্দিন আহমেদ। তবে ভোট দিতে হাজির হয়েছেন। সাবেক হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে সৎ ও নিষ্ঠাবান ফুটলপ্রেমীদের নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শনিবার এজিএম শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান বলেছেন, ‘সালাউদ্দিন ভাই তার বিদায়ী বার্তায় বলেছেন, ডেলিগেটরা যেন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সততা দেখায়।’
‘যাদের ফুটবল সম্পর্কে যাদের ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করে, এমন সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমী যারা আছেন, তাদের নির্বাচন করার জন্য আহ্বান করেছেন।’
শনিবার দুপুরে শুরু হয়েছে ভোট গ্রহণ। ২১ পদের জন্য ৪৬ জন প্রার্থী লড়ছেন জয়ের জন্য। নির্বাচনে ভোট দেবেন ১৩৩ জন কাউন্সিলর। এবার নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন দুজন। দুবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের।
নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিবাচিত হয়েছেন ইমরুল হাসান। চারটি সহ-সভাপতি পদের জন্য ৬ জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করছেন।









