আগামী ২১ থেকে ২৩ আগস্ট রাজধানীর বিএএফ শাহীন কলেজ ঢাকায় অনুষ্ঠিত হবে অষ্টম জাতীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট ২০২৫। বাংলাদেশ এয়ার ফোর্স শাহীন কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই সামিটে অংশ নেবে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তিন দিনব্যাপী এই আয়োজনে প্রতিযোগিতামূলক মোট ১৩টি বিভাগ থাকছে। এর মধ্যে রয়েছে বক্তৃতা, কুইজ, বানান প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, গল্প বলা, প্রবন্ধ রচনা, সাহিত্যভিত্তিক খেলা ও নাট্য উপস্থাপনাসহ নানা ধরণের কার্যক্রম।
অংশগ্রহণকারীরা প্রাথমিক (তৃতীয় থেকে পঞ্চম), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম) এবং সিনিয়র (নবম থেকে দ্বাদশ) এই তিনটি পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হবে ক্লাব কনভোকেশন ও ওয়ার্কশপ। শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সেলিব্রিটি মিটআপ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় পাইলট মিটআপ, যেখানে অভিজ্ঞ পাইলটরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এই সামিটের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ‘চ্যানেল আই’। পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ব্যানকফ লিমিটেড এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় রয়েছে আকিজ ব্লু পিলস লিমিটেড।
প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হয়েছিলো নিবন্ধন পদ্ধতি। সামিটে অংশ নিতে ঢাকা ও পার্শ্ববর্তী স্কুল-কলেজ থেকে নিবন্ধন করে ৩ হাজারেরও অধিক শিক্ষার্থী।
নিবন্ধিত সকল অংশগ্রহণকারীকে দেওয়া হবে অংশগ্রহণ সনদ। বিজয়ীরা পাবেন ক্রেস্ট, সনদ ও পুরস্কার।
আয়োজকরা জানান, শুধুমাত্র ইংরেজি ভাষা চর্চাই নয়, বরং শিক্ষার্থীদের চিন্তাশক্তি, উপস্থাপনা দক্ষতা ও সৃজনশীলতাকে বিকশিত করাই এই সামিটের মূল উদ্দেশ্য।









