কখনও প্রতারণা, আবার কখনও কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টি- মাঝে মধ্যেই একাধিক অভিযোগ ওঠে জনপ্রিয় ভারতীয় র্যাপার ও গায়ক বাদশা নামে। তবে এবার সড়ক আইন ভঙ্গ করে উল্টো দিকে গাড়ি চালানোর অভিযোগ উঠলো বাদশার বিরুদ্ধে।
শুধু তাই নয়, বাদশার গাড়িবহরের গাড়ি চালান জারি করলেন গুরুগ্রাম পুলিশ। দিতে হবে মোটা অঙ্কের খেসারতও।
রবিবার (১৫ ডিসেম্বর) বলিউডি গায়ক তথা র্যাপার বাদশা মাহিন্দ্রা থর গাড়ি চালিয়ে গুরুগ্রামে পাঞ্জাবি গায়ক করণ আঁজলার কনসার্টে যাচ্ছিলেন। তিনি নিজেও এই কনসার্টের অংশ ছিলেন। তখনই বিপদে পড়েন বাদশা। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালানোর জন্য বাদশাকে ১৫,৫০০ টাকার ফাইন দিতে হয়েছে।
বাদশার এই কনভয়তে মোট ৩টি গাড়ি ছিল। আর সেই তিনটি গাড়ি নাকি এদিন রাস্তার ভুল দিক থেকে যাচ্ছিল। সেই ঘটনার ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে জানা গিয়েছে যে গাড়িটি চালিয়ে বাদশা যাচ্ছিলেন সেই গাড়িটি তার নামে নয়। বরং পানিপথের এক যুবকের নামে রেজিস্টার্ড।
এদিন সোশ্যাল মিডিয়ায় বাদশার কনভয়ের যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন যে গায়ক বলেই কি এভাবে রাস্তার উল্টো দিক দিয়ে তারা গাড়ি চালাতে পারেন? কেউ কেউ আবার গায়কের দেহরক্ষীদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। জানিয়েছেন, তারা নাকি অসভ্য আচরণ করেছেন। সেই ভিডিও ভাইরাল হতেই এদিন গুরুগ্রাম পুলিশের তরফে চালান কাটা হয় বাদশার নামে। এই ভিডিও থেকেই পুলিশের নজরে যে জিনিসটা আসে সেটাও বলার অপেক্ষা রাখে না।









