বিচ্ছেদ হলো প্রায় এক দশক! নতুন করে জীবন শুরু করতে চাইছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানান, গত এক-দেড় বছর হলো তিনি জীবনসঙ্গীর কথা সিরিয়াসলি ভাবছেন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনসঙ্গী প্রসঙ্গে বাঁধন বলেন, আমার মেয়ে তো এখন একটু বড় হয়েছে। ও আস্তে আস্তে বুঝছে, মায়ের সবকিছুই একা একাই করতে হয়। মাকে একা কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।
বাঁধন বলেন, আমি এখনো কাউকে খুঁজে পাইনি। আমি তো বললাম, বিষয়টা এ রকম না যে আশপাশে জীবনসঙ্গী ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু নিঃসন্দেহে মনে করি, জীবনসঙ্গী দরকার আছে। এখন অনেক বেশি মনে করি যে, একজন জীবনসঙ্গী থাকতেই পারে সঙ্গে। মানুষের থাকে না। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।
কেমন জীবনসঙ্গী চান জানতে চাইলে বাঁধন বলেন, জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না।









