জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো’ রিয়ালিটি শোয়ের চ্যাম্পিয়ন বাঁধন সাহা। বিয়ে করলেন মনিষা দে-কে। ২৬ নভেম্বর তাদের বিয়ে সম্পন্ন হয় বলে খবর।
৯ বছর আগে রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার পর নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে ইতোমধ্যে বাঁধন গড়ে তুলেছেন নিজের অবস্থান। এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি।
শুক্রবার ঢাকার অদূরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
বাঁধন জানিয়েছেন, কনে মনিষা দে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের সব আনুষ্ঠানিকতা।
বাঁধনের অভিনীত দুইটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ এবং কৌশিক শংকর দাশ পরিচালিত ‘দাফন’, দুটিই মুক্তি পেতে পারে আগামী বছর। নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা।
বিয়ের খবর প্রকাশের পর সহকর্মী ও ভক্তরা বাঁধন–মনিষা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।









