অভিনেতা ভিকি কৌশলের ক্যারিয়ারের ‘গুড নিউজ’ হয়ে এল তার সিনেমা ‘ব্যাড নিউজ’। ১৯ জুলাই মুক্তি পাওয়া ছবিটি পাঁচ দিনে ছবিটি শুধু ভারতেই আয় করেছে ৩৭ কোটি রুপি।
আনন্দ তিওয়ারি পরিচালিত ২ ঘণ্টা ২২ মিনিটের এই রম-কম এই ছবিটি হাসির রোল তুলেছে প্রেক্ষাগৃহে। দর্শকের প্রত্যাশা পূরণ করেছে বলেই মনে করা হচ্ছি। প্রথম দিন বক্স অফিসে ছবিটি আয় করেছে প্রায় ৮.৩ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করেছে ১০.২৫ কোটি। তৃতীয় দিনে ১১.১৫ কোটি। চতুর্থ দিনে ছবিটি আয় করেছে ৩.৫ কোটি রুপি। মুক্তির পঞ্চম দিনে এসেও ছবিটি আয় করেছে ৪ কোটি রুপি।
এখনও পর্যন্ত ভিকি কৌশলের কেরিয়ারে প্রথম দিন সব থেকে বেশি আয় করেছিল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। সেই ছবিটি প্রথম দিন বক্স অফিসে ৮ কোটি ২০ লাখ টাকা আয় করেছিল। এবার সেটাকে টপকে গেল ব্যাড নিউজ। ফলে এটাই এখন ভিকির বক্স অফিসে প্রথম দিন সব থেকে বেশি আয় করা সিনেমা।
৮০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবির বক্স অফিসে সাফল্যের খাতায় নাম লেখাতে হলে আয় করতে হবে আরও প্রায় ৫০ কোটি রুপি। বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছেন ধীরে হলেও এই ছবি খরচের টাকা তুলে লাভের মুখ দেখতে পারবে।
ছবিটির গানগুলো মুক্তির আগেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। মন জয় করে নিয়েছে ভিকি-তৃপ্তির রসায়নও। আর তাই হলমুখী হয়েছে দর্শক। তবে চলচ্চিত্র সমালোচকদের অনেকেই বলেছেন রম-কম ছবি হলেও কমেডি খুব বেশি ভালো হয়নি ছবির।
‘ব্যাড নিউজ’ প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। ‘ব্যাড নিউজ’র ট্রেলারে তুলে ধরা হয়েছে, তৃপ্তি যমজ সন্তানের মা হতে চলেছেন। কিন্তু দুই সন্তানের বাবা আলাদা। চিকিৎসকের ভাষায় একে বলে হেটেরোপ্যাটারনাল সুপারফিকানডেশন।
সূত্র: হিন্দুস্তান টাইমস









