বিজ্ঞানীরা ঘটনাক্রমে ব্যাকটেরিয়ার একটি প্রাকৃতিক স্ট্রেন খুঁজে পেয়েছেন, যা মশা থেকে মানুষের মধ্যে ম্যালেরিয়া সংক্রমণ বন্ধ করতে সাহায্য করতে পারে। গবেষকরা মশার ওপর এই ব্যাকটেরিয়া নিয়ে একটি পরীক্ষা চালানোর পর এই বিষয়টি আবিষ্কার করেন।
বিবিসি জানিয়েছে, ২০১৩ সালে স্পেনের মাদ্রিদের ট্রেস ক্যান্টোসের পরীক্ষাগারে ফার্মাসিউটিক্যাল কোম্পানী জিএসকের জন্য কাজ করার সময় বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়া খুঁজে পান। এই ব্যাকটেরিয়া থেকে নিঃসরিত উপাদান মশার ভিতর থাকা ম্যালেরিয়া পরজীবীর বিকাশকে বাধাগ্রস্থ করে। ফলে ম্যালেরিয়া সংক্রমণের সম্ভাবনাও হ্রাস পায়।
ব্যাকটেরিয়াটির নাম দেওয়া হয়েছে ‘টিসি ওয়ান’। পরজীবীর সংক্রমণ রোধ করলেও ব্যাকটেরিয়াটি জেনেটিক্যালি মশাকে পরিবর্তন করে না বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষকরা বলছেন, এই ব্যাকটেরিয়া বিশ্বের প্রাচীনতম রোগ ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি নতুন হাতিয়ার হতে পারে। গবেষণা দলের প্রধান ডঃ জ্যানেথ রড্রিগস বলেন, এই ব্যাকটেরিয়া মশার দেহে ম্যালেরিয়ার জীবাণুকে বাসা বাঁধতে দেয় না। একবার এটি মশার দেহে প্রবেশ করলে সেখানেই স্থায়ীভাবে থেকে যায়।
‘ম্যালেরিয়া নো মোর’ দাতব্য সংস্থার গ্যারেথ জেনকিন্স বলেছেন, নতুন এই আবিষ্কারটি আশাব্যঞ্জক।
এখন এর ব্যবহার কতটা কার্যকর এবং নিরাপদ হবে তা মূল্যায়ন করতে বুর্কিনা ফাসোর মস্কিটোস্ফিয়ার নামক একটি ফিল্ড রিসার্চ ফ্যাসিলিটিতে আরও বিষদ পরীক্ষা চলছে।







