‘ব্যাচেলর ঈদ’ ও ‘ব্যাচেলর রমযান’র সাফল্যের ধারাবাহিকতায় আসছে কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট টিমের বিশেষ নিবেদন ‘ব্যাচেলরস কোরবানি’। কোরবানি নিয়ে পাশা-কাবিলা-হাবুদের অভিজ্ঞতার গল্পই উঠে আসবে এই নাটকে!
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই নাটকটি দেখা যাবে ঈদ-উল আযহার রাতেই। এমনটাই ঘোষণা দিলেন নির্মাতা অমি। ‘ব্যাচেলরস কোরবানি’র পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অমি জানিয়েছেন, দর্শক ‘ব্যাচেলরস কোরবানি’ দেখতে পারবেন ঈদের দিন রাত ঠিক ৯টায়!
মোশন রকের ব্যানারে নির্মিত এই নাটকটি দেখা যাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। এরআগে গেল মাসের শুরুতে সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। সেসময় নির্মাতা জানিয়েছিলেন, পুরো ইউনিট নিয়ে টানা ৩৩ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতাও হয় নাটকটি করতে গিয়ে।
ব্যাচেলররা কীভাবে কোরবানির গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে। এর সঙ্গে নাটকের চরিত্রগুলোর কে কী করেন এসব কিছু উঠে আসবে আসন্ন এ নাটকে। এমনটাই জানান নির্মাতা।
এতে যথারীতি অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, পলাশ, শিমুল, মনিরা মিঠু, সানজানা রিয়া, পারসা ইভানা, আশুতোষ সুজন, আবদুল্লাহ রানা, বাচ্চু প্রমুখ।







