কাজল আরেফিন অমি পরিচালিত সাড়া জাগানো সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ ওটিটির পর এবার টেলিভিশন চ্যানেলে সম্প্রচার ও ইউটিউবে মুক্তি পেয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসে গেছে প্রথম এপিসোড। শুক্রবার একই সময়ে আসবে দ্বিতীয় এপিসোড।
কাবিলা, পাশা, হাবু, শিমুলদের জীবনযাপনের গল্পে নির্মিত এ নাটক ইউটিউবে মুক্তির পরেই জমে উঠেছে। নতুন ইউটিউব চ্যানেল বুম ফিল্মসের ইউটিউবে ১১ ঘণ্টায় এক মিলিয়নের বেশি দর্শক প্রথম এপিসোড উপভোগ করেছেন। দর্শকদের এই সাড়ায় মুগ্ধ হয়েছেন নির্মাতা অমি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, প্রথম ৮ পর্ব ওটিটিতে রিলিজ হওয়ার ১ মাসেরও বেশি সময় পর সম্পূর্ণ নতুন ইউটিউব চ্যানেলে এপিসোড-১ প্রচারিত হওয়ার ১১ ঘণ্টার মধ্যেই এক মিলিয়ন অতিক্রম করেছে। ওটিটিতে-তে অসংখ্য মানুষ দেখার পরেও এবং বিভিন্ন ধরনের পাইরেসি হওয়ার পরেও ইউটিউবে রিলিজ করা মাত্রই আপনাদের এই ভালোবাসায় আমরা সত্যিই মুগ্ধ। ধন্যবাদ দর্শক। এভাবেই ‘ব্যাচেলর পয়েন্ট’কে এগিয়ে নিয়ে যাবেন আপনারা। ধন্যবাদ বুম ফিল্মস এবং ব্যাচেলর পয়েন্টের সাথে থাকার জন্য।
ইউটিউবের আগে বঙ্গ অ্যাপে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রথম আটপর্ব গত মাসেই মুক্তি পেয়েছে। অমি বলেন, অ্যাপে রেকর্ড পরিমাণ দর্শকদের কাছে ইতোমধ্যে পৌঁছুতে পেরেছি। এবার সেকেন্ড রিলিজ হচ্ছে ইউটিউব। যারা আগেই অ্যাপে দেখেছেন তারা হয়তো না দেখতে পারেন। ইউটিউবের পাশাপাশি আবার চ্যানেল আইয়েও দেখা যাচ্ছে। সবমাধ্যমে দর্শক রয়েছেন। আমি চাই, বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে তাদের কাছে কাজটি পৌঁছাক।
প্রতিবারের মতো এবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু, ইশতিয়াক আহমেদ রুমেল অনেকে।
এদিকে, ১০ জুলাই থেকে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা প্রাণ ভরে সিরিজটি উপভোগ করতে পারছেন বলে জানায় চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ। ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচার করছে চ্যানেল আই।









