কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের মাধ্যমে শিমুল-লামিমা দুজনে পরিচিতি পেয়েছেন। সিরিয়ালের গল্পে, তাদের পরস্পরের প্রতি ফ্লাটিং, প্রেম হতে হতেও না হওয়া ব্যাপক পছন্দ দর্শকদের! সোশ্যাল মিডিয়াতে শিমুল-লামিমা অভিনীত বিভিন্ন ভিডিও ক্লিপসে লাখ লাখ ভিউ! পর্দার তাদের খুনসুটি কিংবা চিটিং দেখে বিনোদিত হওয়া দর্শক মনে করেন, অফস্ক্রিনে শিমুল-লামিমা চুটিয়ে প্রেম করছেন!
লামিমার সঙ্গে প্রেম প্রসঙ্গে দর্শকদের এই ধারণা সম্পর্কে শিমুল নিজেও অবগত। তিনি জানান, দর্শকরা মনে করে আমাদের কঠিন প্রেম চলে। কিন্তু একদমই তেমন না। চ্যানেল আই অনলাইনকে শিমুল বলেন, আমাদের মধ্যে আসলেই খারাপ কিছু নাই। আমরা শ্রেফ অভিনয়টাই করি।
মজা করে শিমুল বলেন, সবাই মনে করে লামিমা আমার গার্লফ্রেন্ড। তার কারণে আমার বিয়ে হচ্ছে না! আসল ঘটনা হচ্ছে, শুটিং ছাড়া অন্য সময়ে আমি তাকে আপনি সম্মোধন করি, লামিমা আপু বলে ডাকি, তিনিও আমাকে ভাইয়া বলে ডাকেন। তিনি শ্রেফ আমার কলিগ। তার সঙ্গে ভালো কিছু যদি থেকে থাকে সেটা হলো স্ক্রিন ক্যামিস্ট্রি। আমাদের জুটিটা দর্শকরা পছন্দ করেন। তাই সবকিছু আমরা মেনে নিয়ে কাজ করি।

দর্শকদের তুমুল আগ্রহের কারণে সাফল্যের ধারাবাহিকতা বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ প্রচার হচ্ছে। বঙ্গ ওটিটি, চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব এই তিন মাধ্যমেই দেখা যাচ্ছে জনপ্রিয় এই সিরিয়ালটি। প্রথম এপিসোড থেকে অভিনয় করতে দেখা যাচ্ছে শিমুলকে।
সঙ্গে আরও আছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, পাভেল, লামিমা, ইশতিয়াক রুমেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।
শিমুল বলেন, কিছুদিন হলো নতুন সিজন শুরু হলো। মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। এবার আগে ওটিটিতেও আসছে, এই জিনিসটা দর্শকদের বোঝাতে একটু সময় লাগছে। তবে দর্শক উপভোগ করছে। না দেখলে তো মন্তব্য করার স্কোপ পেতো না। এসবের মধ্যেও পাইরেসি হয়ে যাচ্ছে। আসলে কোনো কনটেন্ট জনপ্রিয়তা পেলে সেটা অ্যাপ থেকে পাইরেসির কবলে পড়ে। আর আমাদের দেশের দর্শকদের সচেতন হতে আরো সময় লাগবে।
শিমুল বলেন, এবার দর্শক কিছুটা ভাগ হয়েছে। একদল ওটিটিতে, আরেকদল আছে ইউটিউবে। আরেকটা অংশ টেলিভিশনে। আগে দর্শকরা ইউটিউবের জন্য বসে থাকতো। যারা ‘ব্যাচেলর পয়েন্ট’ একসঙ্গে অনেক পর্ব দেখতে চান, তারা সাবক্রাইব করে আগেই অ্যাপ থেকে দেখছে। দর্শক ভাগ হলেও সব মাধ্যম থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখছে। প্রতিটা চরিত্র নিয়ে কথা হচ্ছে। সামনে আরও জমবে বলে আমি বিশ্বাস করি।

নির্মাতা অমি বলেন, শুরুতেই অ্যাপে রেকর্ড পরিমাণ দর্শকদের কাছে পৌঁছুতে পেরেছি। এবার সেকেন্ড রিলিজ হিসেবে ইউটিউবে দেখা যাচ্ছে। যারা আগেই অ্যাপে দেখেছেন তারা হয়তো না দেখতে পারেন। ইউটিউবের পাশাপাশি আবার চ্যানেল আইয়েও দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমার কাজ পছন্দ করেন এমন দর্শক সবমাধ্যমে রয়েছেন। আমি চাই, সব প্ল্যাটফর্ম দিয়ে তাদের কাছে কাজটি পৌঁছাক।
সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যায় বুম ফিল্মসের ইউটিউব ও চ্যানেল আই-এর পর্দায় দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।









