শহর থেকে গ্রামগঞ্জের দর্শকদের প্রিয় সিরিয়াল ছিল কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’। সিরিয়ালটির চারটি সিজনই তুমুলভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিল।
আড়াই বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’ শেষ হলেও দর্শকরা ভোলেনি। প্রতিনিয়তই নতুন সিজনের জন্য নির্মাতা কাজল আরেফিন অমিকে নক দিতেন দর্শকরা। তাদের সেই চাওয়া বাস্তবে পরিণত হয়েছে।
গেল ঈদুল আযহা থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নতুন সিজন আলোচনায়। এবার অপেক্ষা ফুরাচ্ছে চ্যানেল আইয়ের দর্শকদেরও! ১২০ পর্বের এ ধারাবাহিকটি ১০ জুলাই থেকে দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়।
দেশের জনপ্রিয় এই টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ১০ জুলাই থেকে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা প্রাণ ভরে সিরিজটি উপভোগ করতে পারবেন। এ ছাড়াও ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচার করবে চ্যানেল আই।
জানা গেছে, সিরিয়ালটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে। প্রতিবারের মতো এবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।









