‘মো ডেং’ নামের একটি বাচ্চা জলহস্তী নিয়ে থাইল্যান্ডে রীতিমতো হুলুস্থুল অবস্থা। স্থানীয় ভাষায় ‘মু ডেং’ শব্দের অর্থ ‘নৃত্যরত শূকর’। দুই মাস বয়সী এই জলহস্তীকে দেখতে দেশটির অন্যতম পর্যটন শহর পাতায়ার কাছে একটি চিড়িয়াখানাতে ছুটে যাচ্ছেন সবাই।
গতকাল (১৩ সেপ্টেম্বর) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ডের খাও খেও ওপেন চিড়িয়াখানায় মু ডেং এর জন্মের পর থেকে দর্শনার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট এক্সে শিশু জলহস্তীর একটি ভিডিও শেয়ার করার পর প্রায় ৩১ লাখ দর্শক ভিডিওটি দেখেছেন, আর ক্রমাগতই বাড়ছে ভিউ।
দর্শনার্থী বেড়ে যাওয়ায় শিশু জলহস্তীটির নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগে আছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অভিযোগ, দর্শনার্থীদের অনেকেই জলহস্তীটিকে বিরক্ত করছেন। জলহস্তীটি ঘুমিয়ে থাকার সময়ও অনেকে তার ওপর পানি ফেলে ঘুম ভাঙানোর চেষ্টা করছেন। তাই মু ডেংকে দেখতে আসা দর্শনার্থীদের সদয় আচরণ করার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।
জলহস্তীটি পিগমি হিপ্পো প্রজাতির, যা বামন হিপ্পো নামে পরিচিত। এটি একটি ‘বিপন্ন’ প্রজাতি। বিশেষজ্ঞদের ধারণা, পৃথিবীতে এই জাতের জলহস্তীর সংখ্যা ৩ হাজারের কম। এদের আদি-নিবাস পশ্চিম আফ্রিকায়।









