ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ঘটানো বিরল এক কাণ্ডে পাকিস্তান দলকে ৫ রান জরিমানা করা হয়েছে। ফিল্ডিংয়ের সময় বাবরের করা ভুলে অতিথি দলের স্কোরবোর্ডে ৫ রান যোগ হয়ে যায়।
ক্যারিবীয়দের ইনিংসের ২৯তম ওভারে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে গ্লাভস নিয়ে স্টাম্পের পেছন থেকে বল নিয়ে থ্রো করেন বাবর। মাঠের দুই আম্পায়ার এটিকে অবৈধ ফিল্ডিং হিসেবে গণ্য করেন। এর ফলস্বরূপ ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে পাঁচটি অতিরিক্ত রান যোগ হয়েছিল।
ক্রিকেটের ফিল্ডিং আইনের ২৮.১ ধারায় বলা আছে, উইকেটরক্ষক ছাড়া আর কোনো ফিল্ডারকে গ্লাভস এবং পায়ের গার্ড পরার অনুমতি দেয়া হবে না। এছাড়া হাত কিংবা আঙুলের সুরক্ষার জন্য শুধুমাত্র আম্পায়ারদের সম্মতিক্রমেই তা পরা যেতে পারে।
শুক্রবার মুলতানে হওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। আগে ব্যাট করা পাকিস্তানের ৮ উইকেটে ২৭৫ রানের জবাবে ক্যারিবীয়ানরা ৩২.২ ওভারে ১৫৫ রানে অল আউট হয়।
এই ম্যাচেও ব্যাট হাতে রানের ধারাবাহিকতা দেখিয়েছেন বাবর আজম। পাকিস্তানি অধিনায়ক ৯৩ বলে খেলেছেন ৭৭ রানের ইনিংস। সব ফরম্যাট মিলিয়ে টানা ৯ ম্যাচে করেছেন ফিফটি।







