একবছরেরও কম সময়ের মধ্যে দুবার পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। কারণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবর জানান, ব্যাটিংয়ে মনোযোগ দিতে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত। তবে পেছনে ভিন্ন কারণ খুঁজে পেয়েছে দেশটির গণমাধ্যম।
পিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, ‘কারস্টেন ও সহকারী কোচের রিপোর্টে বাবর সন্তুষ্ট নন। তার মনে হয়েছে পুরো দায় কেবলমাত্র তার উপর চাপানো হয়েছে। রিপোর্টটি প্রকাশ্যে চলে এসেছে। তাতে বাবর আরও ক্ষুব্ধ।’
‘সেই কারণে আর অধিনায়ক থাকতে চাননি। নাকভিকে সব কথা জানিয়েছে বাবর। তার মতে, একজন অধিনায়কের সঙ্গে এভাবে কোনো কোচ ব্যবহার করতে পারেন না। বোর্ডকে পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছেন বাবর।’
বাবরের পদত্যাগে এপর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি পিসিবি। গত টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। হারে যুক্তরাষ্ট্রের কাছেও। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে দলটি।









