বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন গৌরবের অধ্যায়। অতিরিক্ত অক্সিজেনের সহায়তা ছাড়াই বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (উচ্চতা ২৬ হাজার ৭৮১ ফুট) জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী।
শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। এটি বাবর আলীর চতুর্থ আটহাজারি শৃঙ্গ জয়। এর আগে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, লোৎসে এবং অন্নপূর্ণা-১ জয় করেছিলেন। এই অর্জনের মাধ্যমে বাবর বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক আটহাজারি শৃঙ্গ জয়ী পর্বতারোহী হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।
এর আগে পর্বতারোহী এম এ মুহিত ৩টি আটহাজারি শৃঙ্গে মোট চারবার সামিট করেছিলেন। মানাসলু শৃঙ্গে বাবরের সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের পর্বতারোহণ সঙ্গী বীরে তামাং। তাদের এই অভিযানকে বাংলাদেশের উচ্চ পর্বতারোহণে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, কারণ অক্সিজেন ছাড়া ৮ হাজার মিটার উঁচু শৃঙ্গ জয় করা বিশ্বের পর্বতারোহণ জগতে অত্যন্ত কঠিন ও বিরল অর্জন।
একই দিনে মানাসলু জয় করেছেন আরও এক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ। শুক্রবার ভোর ৩টা ৪৫ মিনিটে তিনি শীর্ষে পৌঁছান। এর ফলে এক দিনের ব্যবধানে তিনজন বাংলাদেশি পর্বতারোহী মানাসলু শীর্ষ জয় করলেন, যা দেশের পর্বতারোহণ ইতিহাসে এক অনন্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, বাবর আলী ও তানভীর আহমেদ দুজনেই চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিকাল ড্রিমার্স’-এর সদস্য।
বাংলাদেশের পতাকা এবার বিশ্বের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গে উড়েছে অক্সিজেন ছাড়াই, যা দেশীয় পর্বতারোহণের সাহস, সক্ষমতা ও বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে।









