পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ জয় করেছেন বাংলাদেশের বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ এর চূড়ায় পা রেখেছেন তিনি।
সোমবার (৭ এপ্রিল) ভোরে ফসলের দেবি হিসেবে পরিচিত কঠিনতম পর্বত অন্নপূর্ণার চূড়ায় পৌঁছান তিনি। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন এই অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। এছাড়াও অন্নপূর্ণা-১ শীর্ষে বাবরের সাথী ছিলেন ক্লাইম্বিং গাইড ফূর্বা অংগেল শেরপা।
বাবরের সংগঠন এবং এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে দুপুরে এক ফেসবুক পোস্টে বলা হয়, লাখো শুভাকাঙ্খীর প্রার্থনার উত্তর দিয়েছেন স্রষ্টা। বিশ্বের দশম শীর্ষ পর্বত এবং অন্যতম কঠিন পর্বত ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ এর শীর্ষে প্রথমবার উড়লো আমাদের লাল-সবুজের পতাকা।

সংগঠনটি জানায়, চূড়া থেকে বাবর আলী সুস্থাবস্থায় ক্যাম্প-৩ এ নেমে এসেছে। সেখান থেকে ক্যাম্প-২ তে নিরাপদে নামলে আগামী মঙ্গলবার বেসক্যাম্পে নামবেন বাবর।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে বাবর আলী নেপালে গিয়েছেন ২৪ মার্চ। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ২৬ মার্চ কাঠমান্ডু থেকে উড়োজাহাজে যান পোখারা। এরপর কিছু পথ গাড়িতে ও বাকি পথ পদব্রজে ২৮ মার্চ পৌঁছে যান বেসক্যাম্পে। অন্নপূর্ণাতে সবকিছুই বেশ দ্রুতলয়ে ঘটে। একদিন বিশ্রাম নিয়েই পরদিন চড়তে শুরু করেন উচ্চতার সাথে মানিয়ে নিতে।
ক্যাম্প-১ (৫,২০০ মিটার) এ দুই রাত এবং ক্যাম্প-২ (৫,৭০০ মিটার) এ এক রাত কাটিয়ে ২ এপ্রিল বাবর নেমে আসেন বেসক্যাম্পে। আবহাওয়া ভালো থাকায় আবারো ক্যাম্প-১ এর দিকে যাত্রা করেন বাবর। পরদিন উঠে যান ক্যাম্প-২ এ। ৫ এপ্রিল বাবর পৌঁছান ক্যাম্প-৩ (৬৫০০ মিটার)। চূড়া পর্যন্ত পথ তৈরি এবং আবহাওয়ার উন্নতির জন্য ক্যাম্প-৩ এ অতিরিক্ত এক দিন অপেক্ষা করে ৬ এপ্রিল রাতেই চূড়ান্ত সামিটের উদ্দেশে পা নামায় বাবর। এবং ভোরে অন্নপূর্ণা-১ এর চূড়ায় ওড়ান বাংলাদেশের পতাকা।

অভিযান ব্যবস্থাপক ফরহান জামান বলেন, গত বছর এভারেস্ট-লোৎসে সামিটের পর এবার অন্নপূর্ণা-১ শীর্ষে পৌঁছানোর মাধ্যমে বাবর আলী বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে।
দুঃসাহসিক এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নীটওয়্যার্স লিঃ, ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিঃ, এডিএফ এগ্রো, ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি. এবং ব্লু জে।









