শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে বলিউড তারকা টাইগার শ্রফের সুপারহিট সিক্যুয়েল ‘বাঘি ৪’। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে ছবিটি।
তবে প্রথম দিনের আয়ের দিক থেকে ‘বাঘি ১’, ২, ৩ কে ছাড়িয়ে যেতে পারেনি ছবিটি।
ছবিটির জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে সমালোচক এবং নেটিজেনদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ১১ কোটি রুপি আয় করেছে ছবিটি। যা নিঃসন্দেহে ভালো তবে ‘বাঘি’ ফ্র্যাঞ্জাইজিরর অন্যান্য ছবির প্রথম দিনের আয়কে টক্কর দিতে পারেনি এই ছবি।
২০১৬ সালে মুক্তি প্রাপ্ত ‘বাঘি’ ছবিটির প্রথম দিনের আয় ছিল ১২.৮৫ কোটি রুপি। মুক্তির দিনে ‘বাঘি ২’র আয় ছিল ২৫.১০ কোটি রুপি এবং ‘বাঘি ৩’ আয় ছিল ১৭.৩০ কোটি রুপি।
এদিকে এই সিনেমার মোট ২৩টি দৃশ্যে কাঁচি চালানো হয়েছে বলে জানা গেছে। মূলত ছবির একাধিক সংলাপে গালাগাল, রক্তগঙ্গা বয়ে যাওয়া হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স থেকে রগরগে নগ্ন দৃশ্যের কারণেই ২৩টি দৃশ্য কেটে দিয়েছে সেন্সর বোর্ড।
এ. হর্ষের পরিচালনায় নির্মিত এ সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিষেক হয়েছে মিস ইউনিভার্স বিজয়ী হারনাজ সিন্ধুর। এছাড়াও রয়েছেন শ্রেয়স তালপাড়ে, সৌরভ সচদেব, উপেন্দ্র লিমায়ে এবং সোনম বাজওয়া। তবে খলনায়কের ভূমিকায় এই ছবিতে সঞ্জয় দত্ত বেশ মাত করেছেন।
নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে সাজিদ নাদিয়াওয়ালা ও এ হর্ষ পরিচালিত অ্যাকশন থ্রিলার সিক্যুয়ালটির প্রথম কিস্তি ‘বাঘি’ ২০১৬ সালে মুক্তি পায়। নতুন কিস্তি কতোটা মন জয় করতে পাবে সেটাই এখন দেখার বিষয়।









