বিপিএলের চলতি আসর ভালো যাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের। টানা তৃতীয় হার দেখল দলটি। খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা। তার সেঞ্চুরিও হার এড়াতে পারেনি। ২০ রানে ঢাকাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল খুলনা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে খুলনাকে ব্যাটে পাঠায় ঢাকা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৭৩ রান করে খুলনা। জবাবে থিসারার সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৫৩ রান তুলতে পারে ঢাকা।
খুলনার দেয়া লক্ষ্য তাড়ায় নেমে ঢাকার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। থিসারা পেরেরা একাই দলকে টেনে নিয়েছেন। ৭ ছক্কা ও ৯ চারে ৬০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। বাকি ব্যাটারদের মধ্যে দুঅঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল দুজন। তানজিদ তামিম ১৫ বলে ১৯ রান করেন। থিসারাকে সঙ্গ দেয়া চতুরাঙ্গা ডি সিলভা ২০ বলে ১১ রান করেন।
খুলনার হয়ে মেহেদী হাসান মিরাজ ৪ ওভারে ১ মেডেনসহ ৬ রান খরচায় ৩ উইকেট নেন। আবু হায়দার রনি দুই উইকেট নেন।
আগে ব্যাটে নেমে খুলনাও খুব একটা আলো ছড়াতে পারেননি। মাহিদুল ইসলাম সর্বোচ্চ ৩২ রান করেন। ২২ বলের ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন মোহাম্মদ নাঈম। উইলিয়াম বোসিস্তো করেন ২৮ বলে ২৬ রান। শেষদিকে জিয়াউর রহমান ১৫ বলে ২২ রান এবং আবু হায়দায় ৮ বলে ২১ রান করেন।
ঢাকার হয়ে দুটি উইকেট নেন চতুরাঙ্গা ডি সিলভা।









