যুক্তরাষ্ট্রের গোপন ও ভয়ঙ্কর অস্ত্র বি-২ বোমারু বিমান আবারও সক্রিয় হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় বিস্ময়কর এক হামলায় অংশ নিয়েছে এই স্টেলথ বোমারু বিমান। যা বোমায় সজ্জিত একটি উড়ন্ত হোটেল মতই।
আজ (২৪ জুন) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামের এই অভিযানে অংশ নেওয়া বি-২ বিমানগুলো আকাশে ছিল টানা ৩৭ ঘণ্টা। এই দীর্ঘ সময় আকাশে ভেসে থেকে সফলভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে তারা—সবকিছু হয়েছে নীরবে, নজর এড়িয়ে।
বি-২ শুধুই একটি যুদ্ধবিমান নয়, এটি যেন একটি উড়ন্ত হোটেল, যা একাধারে বিশ্রাম, খাদ্য ও যুদ্ধের জন্য প্রস্তুত। বিমানের ভেতর রয়েছে বিছানা, মাইক্রোওয়েভ ওভেন, স্ন্যাকস রাখার স্টোরেজ র্যাক এবং টয়লেট—যা দীর্ঘ অভিযানের সময় দুই পাইলটের জন্য বিশ্রামের সুযোগ করে দেয়।
‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ অংশ নেয় সাতটি বি-২ স্পিরিট বোমারু, প্রতিটিতে দুইজন করে ক্রু। যুক্তরাষ্ট্রের মিসৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স ঘাঁটি থেকে একযোগে আকাশে উড়ে তারা। ১৮ ঘণ্টার যাত্রার পর, মধ্যপ্রাচ্যের সেন্ট্রাল কমান্ড এলাকায় এসে তারা যুক্ত হয় সহায়ক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে।
ইরানি আকাশসীমায় প্রবেশের আগে এক যুক্তরাষ্ট্রীয় সাবমেরিন থেকে ছোঁড়া হয় ২৪টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল—ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এরপর বি-২ ছায়ার মতো প্রবেশ করে ইরানের আকাশে। প্রতিরক্ষা ব্যূহ এড়িয়ে তারা ছুঁড়ে দেয় যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র ‘মপ’ যেটি শুধু বি-২ থেকেই নিক্ষেপযোগ্য।
১৯৮৯ সালে প্রথমবার আকাশে উড়ে করে বি-২ স্পিরিট, ১৯৯৯ সালে কসোভো যুদ্ধে প্রথম ব্যবহার হয়। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার স্ট্র্যাটেজিক বোমারু বিমানের উত্তরাধিকার বহন করে, তবে আগের বিমানের তুলনায় অনেক বেশি গোপন এবং প্রযুক্তিগতভাবে উন্নত।









