ক্রিকেটের সবকটি সংস্করণে সবচেয়ে কম বয়সে শতক হাঁকানোর বিশ্ব রেকর্ড ছিল রোহিত শর্মার। ভারতীয় মহাতারকার চেয়েও কমবয়সে ফার্স্ট ক্লাস, লিস্ট ‘এ’ ও টি-টুয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন স্বদেশী ব্যাটার আয়ুশ মাত্রে।
মুম্বাই স্টাবলসের হয়ে ২০২৫-২৬ মৌসুমে সাইদ মুস্তাক আলি ট্রফিতে শুক্রবার সেঞ্চুরি হাঁকিয়ে রোহিতকে ছাড়িয়ে যান আয়ুশ। এদিন তার বয়স ছিল ১৮ বছর ১৩৪ দিন। অন্যদিকে আগের রেকর্ডটির সময় রোহিতের বয়স ছিল ১৯ বছর ৩৩৯ দিন।
টি-টুয়েন্টি সংস্করণের ম্যাচটিতে প্রতিপক্ষ ভিদারবার বিপক্ষে ১৯৩ রানের লক্ষ্যে নেমে ওপেনার আয়ুশ অপরাজিত ৫৩ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১১০ রানের ইনিংস খেলেন। ৭ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় পায় তার দল।
আয়ুশের এটি নবম টি-টুয়েন্টি ম্যাচ। এর আগে প্রথম শ্রেণী ও লিস্ট ‘এ’তে ২০ ম্যাচে চারটি সেঞ্চুরি আছে তার। ১৮ বর্ষী এই ব্যাটার আইপিএলের গতমৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন।
রোহিতও মুম্বাইয়ের হয়ে খেলার সময় বিশ্বরেকর্ডটি গড়েছিলেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণেরই অধিনায়ক এখন আয়ুশ। দুই ফরম্যাটে দুটি করে ম্যাচে নেতৃত্ব দেন এ ওপেনার।









