রামমন্দির উদ্বোধন উপলক্ষে এক ঝাঁক বলিউড তারকা ভিড় জমিয়েছেন অযোধ্যায়। তবে দেখা যায়নি দীপিকা, রণবীর সিং, অক্ষয়ের মতো তারকাদের। আমন্ত্রণ পাননি সালমান, শাহরুখ, আমির।
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে কঙ্গনা রানাউত, অনুপম খের, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ গিয়েছেন অযোধ্যায়। ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে অযোধ্যায় গেছেন অমিতাভ বচ্চনও। দেখা যায়নি ঐশ্বরিয়াকে। রজনীকান্ত, ধানুশ, রাম চরণ, যশ সহ আরো অনেক দক্ষিণী তারকাকেও দেখা গেছে অযোধ্যায়।
অযোধ্যায় দেখা না মিললেও ভিডিও বার্তা পাঠিয়েছেন অক্ষয়। সাথে ছিলেন টাইগার শ্রফ। শুটিং-এর কারণে দেশের বাইরে তারা। তাই ভিডিও বার্তাতেই জানালেন শুভেচ্ছা। তিন খানের অনুপস্থিতি অনুরাগীদের নজর এড়ায়নি। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।
বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খান এ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বলে জানিয়েছে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। তিন খানকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, সেই বিষয়েও কিছু জানানো হয়নি।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল, হিন্দুস্তান টাইমস








