Site icon চ্যানেল আই অনলাইন

যে ‘সমস্যায়’ ধুঁকছেন আয়ার

Advertisements

‘শর্ট বল খেলতে পারেন না শ্রেয়াস আয়ার’ —সম্প্রতি ইংলিশ ডেরায় স্টুয়ার্ট ব্রড-জেমস অ্যান্ডারসনদের তোপে পরাস্ত হয়ে বিষয়টি যেন প্রতিষ্ঠিতই করে ফেলেছেন ডানহাতি ব্যাটার। ভারতের সম্ভাব্য পরবর্তী অধিনায়কের এমন সমস্যাকে ‘রিয়েল প্রবলেম’ বলে মনে করছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস।

কিউই তারকা মনে করেন, ২৭ বর্ষী আয়ারের ভেতর কোহলি-রোহিতদের উত্তরসূরি হওয়ার সব গুণ রয়েছে। স্টাইরিস পরামর্শ দিয়েছেন, ব্যাটিংয়ে মনোযোগী হতে। শর্ট বলে ধুঁকতে থাকার বিষয়টি দ্রুত কাটিয়ে উঠবেন বলেই তার বিশ্বাস।

‘শ্রেয়াসের ব্যাপারে কোনো রাখঢাকের বিষয়টি পছন্দ করি না, সেটা আপনার ভালোও লাগতে পারে। শর্ট বলে তার সত্যিকারের সমস্যা রয়েছে। প্রায় সব দল তাদের ফাস্ট বোলারদের দিয়ে আক্রমণ চালায়, বোলাররা তার শরীর লক্ষ্য করে বাউন্সার ছোঁড়ে। কাঁধের নিচেও বল করে, জানি না আয়ার এসব সামলানোর কোনো উপায় খুঁজে পেয়েছেন কিনা।’

স্টাইরিসের মতে, আয়ার কিছুটা সুরেশ রায়নার মতো শট খেলেন। তবে দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে তিনি যে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন, সে বিষয়েও আত্মবিশ্বাসী কিউই সাবেক।

‘আয়ারে যে জিনিসটি সত্যিই পছন্দ করি তা হল, তার মাঝে থাকা নেতৃত্বের গুণাবলী। মনে করি ভারতের অধিনায়ক হওয়ার জন্য সত্যিকারের সম্ভাবনা আয়ার। ঠিক সেই কারণে তাকে দলে দেখতে চাই। এমনকি তাকে আরও বেশি করে স্কোয়াডের আশেপাশে রেখে বেশি বেশি সুযোগ দেয়ার পক্ষে।’

Exit mobile version