ডিমেনশিয়া ও এলজাইমার্স রোগ সম্পর্কে সবাইকে জানাতে হবে। এই রোগ সম্পর্কে মানুষ যত বেশি জানবে তত বেশি এই রোগে আক্রান্তদের সেবা ও সুস্থতার হার বাড়বে।
আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর নিউরোলজি বিভাগের আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সৌজন্যে সচেতনতামূলক অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা একথা বলেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে ‘নো ডিমেনশিয়া, নো এলজাইমার্স’ শ্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশেষজ্ঞরা বলেন, কেউ স্মৃতিশক্তির সমস্যায় পড়লে দেখা যাচ্ছে ভুল আর অজ্ঞতার কারণে কাছের মানুষ থেকেও সে প্রাপ্ত সেবা ও সহযোগিতা পাচ্ছে না। ফলে এ ধরণের রোগকে গুরুত্ব দিতে হবে। ডিমেনশিয়া সম্পর্কে যত সচেতনতা তৈরি সম্ভব হবে ততই এই রোগে আক্রান্তদের সুস্থতার হার বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর অধ্যক্ষ, অধ্যাপক ডা. এ এস এম মোসতাক আহমেদ। অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. মালিহা হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. তাহের খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ হাসানুজ্জামান।
এ ছাড়াও সম্মানিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. সুজত পাল, চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের অটিজম এবং শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদ এ. চৌধুরী (আরজু) এবং চট্টগ্রাম প্রেসক্লাব এর জ্যেষ্ঠ সহ-সভাপতি, চ্যানেল আই, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।
এসময় ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ডেপুটি সেলস ম্যানেজার আহমদ শরীফ।
আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ মানুষের মধ্যে ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করেন।







