রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২১ অক্টোবর) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়, যার অংশ হিসেবে এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিভাগের সূত্র জানায়, উত্তরা পূর্ব থানা পুলিশ ছয়জন, উত্তরা পশ্চিম থানা পুলিশ দুইজন, গুলশান এলাকা থেকে ২৪ জন, খিলক্ষেত থানা পুলিশ চারজন, ক্যান্টনমেন্ট থানা পুলিশ তিনজন, ধানমন্ডি থানা পুলিশ ছয়জন, নিউমার্কেট থানা পুলিশ ছয়জন, শাহবাগ থানা পুলিশ তিনজন, মোহাম্মদপুর থানা পুলিশ আটজন, হাতিরঝিল থানা পুলিশ একজন, পল্টন থানা পুলিশ ছয়জন, মতিঝিল থানা পুলিশ ৪০ জন এবং ডিবি ওয়ারী বিভাগ ২২ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন—কক্সবাজার জেলার ডুলাহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঢাকায় দলীয় মিছিল-সমাবেশে নিয়মিত অংশগ্রহণকারী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রিয়াজ উদ্দিন (৪৯) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭)।









