বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত সঠিক।
মঙ্গলবার ২১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেছেন, এই দলটি যেহেতু গুম-খুন করেছে তাই তারা রাজনীতি করতে পারে না।
যে কোন মূল্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, কোন ষড়যন্ত্রে নির্বাচন পেছানো যাবে না।
আওয়ামী লীগের রাজনীতি নিষেধাজ্ঞার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য আমানউল্লাহ আমান।









