আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আর আমাদেরও দফা একটাই, শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন নয়। বিএনপি জানে শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে।
বুধবার ১২ জুলাই বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে দলের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে সারাদেশে সমাবেশ করার নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, একদফার ষড়যন্ত্র করছে বিএনপি, একদফার আন্দোলন ব্যর্থতায় পরিণত হবে। আওয়ামী লীগ মাঠে নামলে কোন অপশক্তি সামনে দাঁড়াতে পারবে না।
তিনি জানান, আমাদের দফা একটাই। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কাউকে কোন বাধা দিব না। বিদেশি যারা এসেছেন তাদের বলি- আপনারা চান অবাধ সুষ্ঠু নির্বাচন, আমরাও চাই। তাই যারা এই অবাধ সুষ্ঠু নির্বাচন বাধা দিতে আসবে তাদের প্রতিহত করব। বাংলাদেশ কোন অপশক্তির সাথে আপোস করবে না। মনে রাখবেন, আওয়ামী লীগ খেলতে নামলে কোন অপশক্তি সামনে দাড়াতে পারবে না।
এসময় তিনি বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি একবার স্বপ্ন দেখেছিল সেটা গরুর হাটে পড়েছিল। এবারের স্বপ্ন নয়াপল্টনের কাঁদামাটিতে আটকে গেছে।








