ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে প্রয়াত রানির প্রতিকৃতিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের এ প্রতিনিধিদল পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি হাইকমিশনে রক্ষিত শোক বইয়ে দলের পক্ষ থেকে স্বাক্ষর করবেন।
এর আগে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যুবরণ করেন।









