আওয়ামী লীগ কখনোই রাখ-ঢাক করে কোন কাজ করেনা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের উন্নয়ন করাই তার সরকারের মূল লক্ষ্য। উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেদিকে খেয়াল রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন, তথ্য কমিশন ভবনের উদ্বোধন এবং বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুস্থধারার চলচ্চিত্র ও সংস্কৃতির বিকাশে আওয়ামী লীগ ছাড়া কোন সরকারই কাজ করেনি।






