রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটির টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করা আওয়ামী লীগের এই প্রার্থী আশা করছেন হ্যাট্রিক বিজয়ের।
তিনি আজ সকাল ৯ টায় রাজশাহীর স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন।
ভোট দিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, অন্যান্য সিটির তুলনায় রাজশাহীতে ভোটারদের বেশি অংশগ্রহণের প্রত্যাশা তার। এবার বিজয়ী হলে রাজশাহীকে শিল্প নগরীতে পরিণত করা হবে।
উল্লেখ্য, এবার রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫টি। মেয়র প্রার্থী ৩ জন। সাধারণ কাউন্সিলর পদে ১১২জন ও ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। তবে এরমধ্যে তরুণ ভোটার ৩০ হাজার।







