জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের জনসংযোগ মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
আব্দুল কাহার আকন্দ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় জনসংযোগ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ষাইটকাহন এলাকায় জনসংযোগের আয়োজন করা হয়। সেখানে বর্তমান সংসদ নূর মোহাম্মদ তার লোকজনের মাধ্যমে অনুষ্ঠানে বাধা দিলে পরবর্তীতে একই ইউনিয়নের মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসংযোগের আয়োজন করা হয়। সেখানে এমপি নূর মোহাম্মদের নির্দেশে তার লোকজন মঞ্চ ভাঙচুর করে দিয়েছে। অনুষ্ঠান করার আগে পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল। বর্তমান সংসদ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য স্বাধীনতার বিপক্ষের শক্তিদের সাথে নিয়ে এলাকায় নৈরাজ্যের সৃষ্টি করছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের শাস্তির দাবিও জানান তিনি।
বিষয়টি নিয়ে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, মঞ্চ ভাঙচুরের বিষয়টি আমি জেনেছি। রাজনৈতিক সভা সমাবেশ যে কেউ করতে পারে। আব্দুল কাহার আকন্দ প্রোগ্রামের বিষয়ে আগেই অবহিত করেছিলেন অন্যরাও প্রোগ্রামের বিষয়ে অবহিত করেছেন।বিষয়টি ভালোভাবে জেনে ব্যবস্থা নেওয়া হবে।







