দিনাজপুরে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী, হত্যা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা সিআইপি শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)) মো.আনোয়ার হোসেনের নেতৃত্বে গত সোমবার রাতে তাকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে আটক করে গোয়েন্দা ( ডিবি) পুলিশ।
আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম)গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিআইপিশাহ আলম দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।









