বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের ‘স্বৈরাচারী’ শাসনে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। তিনি দাবি করেন, এ সময়ের মধ্যে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ।
শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আলোচনায় ড. মঈন খান বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতি তখনই মূল্য পাবে, যখন তা মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে। আজ দেশের গরিব মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। তারা এখনো ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়। এমন রাজনীতি মূল্যহীন।
তিনি অভিযোগ করেন, পদ্মা সেতু প্রকল্পের টাকাও লুটপাট হয়েছে। সরকারের লোকজন নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। অথচ বিদেশে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, তা দিয়ে প্রায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপবাদ দিয়েছে। তবে কেউ কখনো তাকে দুর্নীতিবাজ বা অসৎ বলতে পারেনি। আমাদের সমাজে প্রকৃত উন্নয়ন আনতে হলে আগে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদার। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।









