ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরী জয়ী হয়েছেন।
শনিবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান ফলাফল ঘোষণা করেন।
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের শাহাদাব আকবার লাবু চৌধুরী ৬৮ হাজার ৭২১ ভোট পেয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৮৯ ভোট।
নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মোট ১২৩টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।
প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া আসনটির নেতা নির্বাচনে ভোট পড়েছে ২৬ দশমিক ২৪ শতাংশ।







