নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থী চয়ন ইসলাম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমকে আদালতে তলব করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর তাদেরকে সশরীরে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
শুক্রবার ৫ জানুয়ারি সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ সাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের তলব করা হয়।
চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের উপস্থিতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ব্যবহার করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমসহ উপস্থিত অন্যান্য শিক্ষকগণকে ব্যবহার করে গত ৩ জানুয়ারি নির্বাচনী কর্মসূচী বা কর্মকাণ্ড পরিচালনা করে।
এতে বলা হয়, তাদের এই নির্বাচনী প্রচার কার্য ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়। যার দ্বারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৪(১) নং এবং ১৪(২) নং বিধি লঙ্ঘিত হয়েছে।
এমতাবস্থায়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ প্রেরণ করা হবে না এই মর্মে আগামী শনিবার ৬ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য অনুরোধ করে।
এছাড়াও উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমকে লিখিত ব্যাখার সাথে উক্ত নির্বাচনী প্রচার কার্য বা নির্বাচনী কর্মসূচীতে উপস্থিত অংশগ্রহণকারী শিক্ষকদের নামের একটি তালিকা সরবরাহের জন্যও বলা হয়।







