সন্ত্রাস দমন আইন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলা একাডেমিতে ‘গণতন্ত্রের অভিযাত্রা: আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
এসময় আওয়ামী মুজিববাদের চেতনার মানুষদের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ফি সাবিলিল্লাহ ক্ষমা করার পক্ষে নই। সন্ত্রাস দমন আইন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়।
হাসনাত আব্দুল্লাহ এসময় আরও বলেন, অবিলম্বে বিগত ৩টি নির্বাচনকে বাদ দিয়ে তাদের বিচার করা যাবে।









