দেশে গড় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার। গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে। এতে করে প্রথমবারের মতো টাকায় ৩ লাখের অঙ্ক ছাড়ালো গড় মাথাপিছু আয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) প্রকাশিত তথ্য এটি জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশ করা পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়- এসবের সাময়িক হিসাব দেওয়া হয়েছে।
এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়েছে। এতে বাংলাদেশের এখন গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।
চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হবে বলে সাময়িক হিসাবে বলেছে বিবিএস। গত অর্থবছরে এই প্রবৃদ্ধি ৫ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলেও এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।









