আবারও বড় পর্দায় মুক্তি পেতে যচ্ছে ‘অ্যাভাটার’ সিনেমাটি। জেমস ক্যামেরন পরিচালিত এই ছবি ২৩ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে।
ফোরকে হাই ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে দেখানো হবে এবারের ‘অ্যাভাটার’। এতে দর্শক উপভোগ করতে পারবেন আগের চাইতেও ঝকঝকে প্রিন্ট।
বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর এ ছবিটি ২০০৯ সালে মুক্তি পেয়েছিল। ছবিতে সুলি পরিবারের গল্প বলা হয়েছে, তারা যেসব সমস্যায় পড়ে এবং একে অপরকে নিরাপদ রাখতে তাদের চেষ্টা ও ট্রাজেডির কথাও বলা হয়েছে।
ছবিটিতে অভিনয় করেছেন জো সালদানা, স্যাম ওর্থিংটন, সিগোর্নি ওয়েভার, স্টিফেন ল্যাং, ক্লিফ কার্টিস, জোয়েল ডেভিড মুর, সিসিএইচ পাউন্ডার, এডি ফালকো, জিমেইন ক্লিমেট ও কেট উইন্সলেট। এরপরে অ্যাভাটার ছবির আরও তিনটি সিকুয়েল আসবে ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







