পর্তুগালে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রাজধানীর লিসবনে ‘বাংলাদেশী হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশনের‘ উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারোা মা দুর্গা এসেছেন গজে চড়ে, আর যাবেন ‘মানবের‘ পিঠে চড়ে বলে জানিয়েছেন প্রধান পুরোহিত নন্দন চক্রবর্তী। বিগত বছর গুলোতে ছবি দিয়ে পূজা করলেও এখন প্রতিমা দিয়ে পূজা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোহিত বলেন, এবার মা দুর্গা এসেছেন সুখ সমৃদ্ধি ও সাফল্যের বার্তা নিয়ে।
এবারের পূজার সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশী হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন ভৌমিক বলেন, আমরা সবাই বাঙালি। আমরা সবাই বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-মুসলমান। তিনি আরও বলেন দুর্গা পূজার পাশাপাশি পর্তুগালে সকল পুজা পালনের উদ্দেগ নিবো আমরা।
আমরা মিলেমিশে থাকতে চাই। ধর্ম যাইহোক না কেন, উৎসব সবার। সংগঠনের সাধারণ সম্পাদক অর্জুন কুমার সিংহ বলেন, পর্তুগালে আমরা এখন প্রতিমা দিয়ে পূজা করছি। ভবিষ্যতে আমরা মন্দির প্রতিষ্ঠা করবো।
শারদীয় দুর্গোৎসবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম মাহফুজুর হক তৃতীয় সচিব এস এম গোলাম সরওয়ার, বিশেষ সহকারী সাহাবুদ্দিন এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটি নেতা রানা তসলিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, কাজা দো বাংলাদেশের রনি হুসাইন, মাসুম আহমেদ, ইকবাল হোসেন কাঞ্চনসহ আরও অনেকে।
পূজায় আগত অতিথিদের স্বাগত জানান পূজা কমিটির নেতারা। প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিরা মিলেমিশে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত এম মাহফুজুর রহমান।









