কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের ছয়সূতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
,







