ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলনে আজ কার্যত অচল ছিল রাজধানী ঢাকা। তারা বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে আগামী ৪ ফেব্রুয়ারি (২০২৫) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী অটোরিকশা চালকরা। দাবি আদায় না হলে দ্বিতীয় গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার (২৪ নভেম্বর) দিনভর আন্দোলনের পর ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেন অটোরিকশা চালকরা।
অটোরিকশা চালকদের গণঅবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্ট নির্দেশ দেয়ার পর থেকেই আন্দোলন সংগ্রাম করছেন অটোরিকশা চালকরা। গত কয়েকদিনের মত আজও রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ, মৎস্যভবন, সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে বিকেলে সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়।
হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটসহ ১২ দফা দাবি জানান সংগঠনের নেতারা।
এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সম্পাদক মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া ওই আদেশের পরই বিক্ষোভে নামেন অটোরিকশা চালকরা।









