ঢাকা মহানগরের মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এছাড়া প্যাডেল চালিত রিকশা চলাচলে বাধা দিচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে। বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। মেট্রোরেল ও বাসে ছিল অতিরিক্ত ভিড়।
প্যাডেল চালিত রিকশার চলাচলে বাঁধা দেয়াসহ বিক্ষোভ করতে দেখা গেছে অটোরিকশা চালকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে তিন দিনের নির্দেশ দেন হাইকোর্ট।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেন। প্যাডেলচালিত বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
জানা গেছে, প্যাডেলচালিত রিকশা সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেওয়ার বিধান আছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান বা আইন নেই।
ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে ২০১৩ ও ২০১৪ সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন।









