কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মোঃ শরীফ (৪৫) নামে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দির বিএডিসি সারের গুদামের সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শরীফ একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গ্যারেজ মালিক শরীফ রাতে তার গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দিয়ে সেখানেই ঘুমান এবং সকালে অটোরিকশা চালকরা তার ঘুম ভাঙিয়ে অটোরিকশা নিয়ে যান।
প্রতিদিনের মত আজ মঙ্গলবার ভোর রাতে অটোরিকশা নিতে একজন চালক তার গ্যারেজের দরজায় এসে ডাকতে থাকে। কোনো প্রকার সাড়াশব্দ না পেয়ে শরীফের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানান ওই চালক। পরে পরিবারের লোকজন গ্যারেজে গিয়ে তাকে বিদ্যুতের তারের সাথে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।








